ইলিয়াস হোসেন (Ilias Hossain), প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার, তাঁর প্রয়াত মাকে নিয়ে এক আবেগময় স্মৃতিচারণ করেছেন। রবিবার, ১১ মে ২০২৫ তারিখে নিজের ফেসবুক (Facebook) পেজে প্রকাশিত একটি পোস্টে তিনি নিজের অসহায়তা, ভালোবাসা এবং অন্তরের গভীরতম অনুভূতির প্রকাশ ঘটান।
মায়ের ভালোবাসা ও নিঃস্বার্থ আত্মত্যাগের স্মরণ
ইলিয়াস লেখেন, তাঁর মা দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন—তাঁর শরীরে একাধিক রোগ বাসা বাঁধলেও কখনও তা প্রকাশ করতেন না। তিনি জানান, “নিজের শরীরে অনেক রোগের বাসা ছিলো তারপরেও আমার মাকে ফোন করলে আমি জিজ্ঞেস করার আগেই মা’র একটা প্রশ্নের জবাব দিতে হতো ‘তোর শরীর কেমন?’”
তিনি আরও উল্লেখ করেন, তাঁর মা তিনবার স্ট্রোক করেছিলেন। শরীরের একটি সমস্যার জন্য অন্যটির চিকিৎসা সম্ভব হচ্ছিল না। শেষ দিকে একটি চোখে গুরুতর সমস্যা দেখা দিলেও কার্ডিয়াক ও নিউরো বিশেষজ্ঞদের অনুমতি না পাওয়ায় অপারেশন করা সম্ভব হয়নি।
প্রতিদিনের ভিডিও কল আর মায়ের হাসিমুখ
ইলিয়াস স্মরণ করেন, প্রতিদিন তাঁর মা ভিডিও কলে তাঁকে দেখতেন। কখনও কোনো দিন মিস করতেন না। “আমি কাজে থাকলে কথা বলতে পারতাম না, কিন্তু মা কল দিয়ে তাকিয়ে থাকতো,”—এই বাক্যটি তাঁর পোস্টের সবচেয়ে আবেগঘন অংশগুলোর একটি। তিনি জানান, সেই ভিডিও কলগুলোর বহু স্ক্রিনশট তিনি সংরক্ষণ করে রেখেছেন এবং মাঝেমধ্যে দেখেন।
মাকে ভালোবাসার কথা বলা হয়নি, এখনো অপেক্ষায় সেই সুযোগের
এই হৃদয়বিদারক স্ট্যাটাসে ইলিয়াস আফসোস করে লেখেন, “আমার মা স্বার্থপরের মতো শুধু নিজের ভালোবাসা প্রকাশ করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু আমি যে মাকে অনেক ভালোবাসি সেটাতো বলতে পারিনি।” পোস্টের শেষ বাক্যে তিনি প্রার্থনা করে বলেন, “আল্লাহ্ মৃত্যুর পর প্রথম সেই সুযোগটা করে দিয়েন প্লিজ।”