“এক ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে আনা হয়েছে” — শেয়ারবাজারে দুর্নীতির প্রসঙ্গে প্রেস সচিবের মন্তব্য

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (Dhaka Reporters Unity)–তে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে শেয়ারবাজার নিয়ে সরব মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম (Mohammad Shafiqul Alam)। তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে শেয়ারবাজারে ভয়াবহ দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির বিচার না হয়ে “এক ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে দায়িত্ব দেওয়া হয়েছে”।

শেয়ারবাজারে দুর্নীতির চিত্র তুলে ধরলেন প্রেস সচিব

সোমবার (১২ মে) শফিকুল আলম বলেন, “গত ১৫ বছরে শেয়ারবাজারে ভয়াবহ ডাকাতি হয়েছে, যার কোনো বিচার হয়নি। একজন ডাকাতকে সরিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউই জবাবদিহিতার আওতায় আসেনি। এতে অনেক মানুষ নিঃস্ব হয়েছে।”

তিনি আরও বলেন, “এখন সরকার এমন ব্যবস্থা নিচ্ছে যাতে শেয়ারবাজার আর ডাকাতদের আড্ডাখানায় পরিণত না হয়।”

কাঠামোগত সংস্কারের উদ্যোগ

প্রেস সচিব জানান, শেয়ারবাজারে বাস্তব সংস্কার এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ক্লিনআপের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “চিফ এডভাইজার কাল বলেছেন যেন ‘মিনিংফুল রিফর্ম’ হয়। এমন কিছু নয় যেন একজন ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে আনা হলো, যিনি শুরুতে কিছু ভালো কাজ দেখিয়ে বাজারে স্বস্তি ফেরালেন, কিন্তু কয়েক মাস পরেই আবার সেই দুর্নীতির চক্রে বাজার ধসে পড়ল।”

বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা

শেয়ারবাজারে সুশাসন ফিরিয়ে আনতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনার কথাও জানান প্রেস সচিব। তিনি বলেন, “সরকার এখন সতর্ক। এজন্য বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষা পায়।”