“ছাত্ররা যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে”—এমন মন্তব্য করেছেন বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান (Dr. Abdul Moyeen Khan)। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পাবে। সঠিক প্রস্তুতি না থাকলে ১৮ কোটি মানুষ ব্যর্থতায় ডুবে যাবে।”
বুধবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি (Bangladesh Shilpakala Academy)–তে আয়োজিত বৃত্তি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা মহানগর সাংস্কৃতিক ফোরাম (Dhaka Metropolitan Cultural Forum)।
“আমরা যাচ্ছি, তোমাদের সময় শুরু”
ড. মঈন খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এ দেশটি তোমাদের। আমরা এখন আছি, তবে চলে যাওয়ার পথে। আর তোমাদের সময় এখন শুরু। সেই কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। সময় নষ্ট করলে ভবিষ্যতে দেশ পরিচালনায় ব্যর্থতা আসবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদের শক্তি রয়েছে, যেটা আমাদের নেই। সেই শক্তির মাধ্যমেই তারা ‘জুলাই আন্দোলন’ এর মতো গৌরব অর্জন করেছে। কিন্তু সে অর্জন ধরে রাখতে হলে সচেতন থাকতে হবে।”
“শিক্ষা হলো তপস্যা, ক্লাসে ফিরতে হবে”
শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “লেখাপড়া হলো তপস্যা। এই তপস্যার মধ্য দিয়েই তোমরা দেশ পরিচালনার প্রস্তুতি নিতে পারবে। সঠিক শিক্ষা নিয়ে আগামীতে দেশ পরিচালনার দায়িত্বে ফিরতে হবে।”
তিনি বলেন, “ভুল পথে গেলে শুধু ব্যক্তিগত ক্ষতি হবে না, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মকেও ভুগতে হবে। তাই তোমাদের সতর্ক থাকতে হবে, হেলায় সময় নষ্ট করা যাবে না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউনুস তালুকদার রাজু। আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন (A.N.M. Ehsanul Haque Milon), চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন এবং সংগঠক জাহাঙ্গীর আলম মিন্টু।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পদক ও সনদ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন: সালমান হোসেন, সাবরিন আলম, ফাহমিদা আক্তার, মোহনা আক্তার, রেহেনামু বিনতে হোসেন, মারিয়া আক্তার, উসরাত প্রিয়তমা, জেরিন রহমান, সামিয়া ইসলাম, মনিকা আক্তার, আফসানা ইসলাম, নুরে জান্নাত আঁখি, জান্নাত আক্তার, ইশানি গো, অরপিতা চৌধুরী, সিলভিয়া জামান, মাহফুজা আক্তার, আফরোজা ইসলাম এবং রাইসাতুল অর্পা।