উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী শনাক্ত, শিক্ষার্থীদের দায় অস্বীকার

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম (Information Advisor Mahfuz Alam)–এর ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) চলমান আন্দোলনের সময় পানির বোতল ছোড়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। ভিডিও দেখে হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক হোসেন

শিক্ষার্থীরা দায় অস্বীকার করেছে

ঘটনার পর আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা হামলার দায় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা রাতভর কাকরাইল মসজিদের (Kakrail Mosque) সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

তিন দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলাকালেই রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা (Jamuna)য় উপাচার্যসহ একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। বৈঠক শেষে শিক্ষার্থীদের সামনে এসে কথা বলতে গিয়ে মাহফুজ আলম হামলার শিকার হন।

উদ্দেশ্যপ্রণোদিত হামলার অভিযোগ

মাহফুজ আলম বলেন, “একটি উদ্দেশ্যপ্রণোদিত চক্র আমাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।” তিনি ওই সময় ঘটনাস্থল ত্যাগ করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আন্দোলনের অব্যাহত ঘোষণা

রাত ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, কোনো সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি (NCP) নেতা হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, “সমালোচনা ও গণতান্ত্রিক অধিকার স্বাভাবিক, কিন্তু শারীরিক লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো যুক্তিসংগত ব্যাখ্যা হতে পারে না।”