ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার একটি এলাকায় একজন ইসলামী বক্তার উপর হঠাৎ করে হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার পর অভিযুক্তদের পরিবারের সদস্যরা হ”/ত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এরপর ঘটনার জন্য দায়ী চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এই ঘটনার দায় তারা স্বীকারও করেছে বলে জানা গেছে।
বুধবার (৮ মার্চ) দুপুরে নগরীর সরকার পাড়ার নিউ ক্যাম্পে লিখিত সংবাদ সম্মেলনে র্যাব-৯ এ তথ্য জানায়।
গ্রেফ”তারকৃতরা হলেন- জাকির হোসেন জাক্কু (৪৮), মাহবুবুল আলম শিমুল (৩৩), সুমন (৩৫) ও মো. আমিরুল ইসলাম রিমন (২০)।
র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমনিুল হক জানান, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজয়নগর উপজেলায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে আখাউড়া উপজেলার রামধননগর রেলক্রসিং এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হা”মলা করে এবং জিভ কেটে দেয়।
তিনি আরও বলেন, পুলিশের তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ইসলামিক বক্তাকে হ”/ত্যার চেষ্টায় জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। পরে মামলার আসা”মিসহ চারজনকে গ্রে’প্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসা”মিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বলেন, মাহফিলে বক্তার বক্তব্যের কিছু অংশ আসা”মিদের কাছে গ্রহণযোগ্য নয়। এ কারণে তারা অত”র্কিত হা”মলা চালিয়ে বক্তার জিভ কেটে ফেলে।
তবে এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে বক্তার বক্তব্য গ্রহনযোগ্যতার কারনে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিলনা বলে জানিয়েছেন কয়েকজন এলাকাবাসী।