Friday , September 29 2023
Breaking News
Home / International / এতিম ও অক্ষম ২০০ তরুণ-তরুণীকে বিয়ে করতে টাকা দিলেন সৌদি যুবরাজ

এতিম ও অক্ষম ২০০ তরুণ-তরুণীকে বিয়ে করতে টাকা দিলেন সৌদি যুবরাজ

সৌদি আরবে প্রায় সময় নানা রকম ঘটনা ঘটে থাকে যা নিয়ে বেশ আলোচনা শুরু হয়। এবার সৌদি যুবরাজ একটি মহাত কাজ করেছেন যা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সৌদি যুবরাজ এবার এতিম ও অক্ষম তরুণ-তরুণীদের পাশে দাঁড়িয়েছেন। তারা যেন ভালো ভাবে বিয়ে করতে পারেন সে জন্য তিনি আর্থীক ভাবে সহায়তা করেছেন। এতে করে ওই সকল এতিম ও আক্ষম তরুণ-তরুণীরা তাদের নতুন জীবন শুরু করতে পারবে।

বিয়ে করতে ২০০ তরুণ-তরুণীকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, এতিম এবং অক্ষম তরুণ-তরুণীদের বিশেষ পরিস্থিতিতে নিজের তহবিল থেকে এই অর্থ দিয়েছেন সালমান।

গত কয়েক বছর ধরে সৌদি আরবে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে আলোচনায় এসেছেন যুবরাজ সালমান। নারী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নাম আসায় বিপাকে পড়েন যুবরাজ।
এর আগে ২০১৯ সালে সালমান একইভাবে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন। সেবার ২৬ হাজার মানুষকে তহবিলের আওতায় রাখেন তিনি।

পিছিয়ে পড়া ওই মানুষেরা অর্থনৈতিক সচেতনতা বিষয়ক কোর্স করারও সুযোগ পান।

উল্লেখ্য, প্রতি বছর সৌদি যুবরাজ সাধারণ মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন। তার এই সকল সহায়তায় অসংখ্য মানুষ উপকৃত হয়ে থাকেন। এছাড়া তিনি দেশের বাইরেও তার সহায়তার হাত বাড়িয়ে দেন। তবে তিনি সব সময় এতিম এবং অক্ষম তরুণ-তরুণীদের জন্য কিছু করার চেষ্টা করেছেন। সেই অনুযায়ী এবার তিনি তাদের বিয়ের জন্য অর্থ দিলেন।

About

Check Also

তুরস্কের পাঠানো সামগ্রী ভূমিকম্পের ত্রাণ হিসেবে পাঠিয়েছে পাকিস্তান, সামনে এলো ভিন্ন তথ্য

পাকিস্তানের অনেক এলাকাভয়াবহ বন্যা কবলিত হয়ে পড়লে তুরস্ক দেশটিতে ত্রাণ ও খাদ্য সামগ্রী পাঠিয়েছিল। এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *