Friday , December 8 2023
Home / Entertainment / নিজের স্যোশাল মিডিয়া পেজে নিজেরই অশালীন ছবি প্রকাশ,এ নিয়ে কথা বললেন অভিনেত্রী প্রসূন আজাদ

নিজের স্যোশাল মিডিয়া পেজে নিজেরই অশালীন ছবি প্রকাশ,এ নিয়ে কথা বললেন অভিনেত্রী প্রসূন আজাদ

বাংলাদেশের নাট্য জগতের এক জনপ্রিয় নাম, অভিনেত্রী প্রসুন আজাদ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নাট্য জগতে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি বেধেছে বেশ বিপত্তি।অভিনেত্রী প্রসূন আজাদের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে নিশ্চিত করেছেন তিনি। ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দিয়ে খবরটি জানিয়েছেন তিনি।

হ্যাকাররা প্রসূনের পেজটি হ্যাক করেই ক্ষান্ত হয়নি, বরং সেখান থেকে ছড়াচ্ছে অশ্লীল ছবি ও বিভিন্ন আপত্তিকর পোস্ট। এ বিষয়ে প্রসূন বলেন, “আমি নিয়মিত সময় না দিলেও কিছু মানুষ এই পেজের মাধ্যমে আমার খোঁজখবর রাখতেন। গতকাল রাত থেকে অসংখ্য মানুষ আমাকে ফোন করছেন। বলছেন, ‘আমি কেন পেজ থেকে অশ্লীল ছবি আপলোড করছি।’ আমি বলতে চাই, এটি এখন আর আমার কাছে নেই। পেজটি হ্যাক হয়েছে।’’

গুণী এ অভিনেত্রী অনুরোধ করে আরও বলেন, ‘আমি যখন অভিনয় করেছি বা এখনও খুব কম কাজ করি। চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে কাজটা করতে। যারা পেজে যুক্ত হয়েছেন তারা আমার কাজের কারণে যুক্ত। সবার কাছে অনুরোধ, ওই পেজের কোনও অ্যাক্টিভিটিজের জন্য আমাকে দায়ী করবেন না। আমার মা-সহ অনেকেই আমাকে ফোন দিচ্ছেন। আমি খুবই বিব্রত। বুঝতে হবে, আমিও একটা সমাজে থাকি। দয়া করে, আপনারা আমাকে ভেবে ওই পেজে আর যুক্ত থাকবেন না।’

জানা গেছে, প্রসূনের এই পেজটি খোলা হয়েছিল ২০১৪ সালে। বর্তমানে এখানে ৩ লক্ষাধিক অনুসারী রয়েছে।

প্রসঙ্গত, একটা সময়ে একেবারেই নিয়মিত ছিলেন নাট্য জগতে। সে সময়ে এক নাগাড়ে কাজ করে গেছেন অনেক। তবে একটা পর্যায়ে এসে ভাটা পড়ে তার ক্যারিয়ারে। সে সময়ে তিনি নিজে থেকেই সরে গিয়েছিলেন বেশ দুরে। অবশ্য কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। কিছু দিন আগেই বিয়ে করে সংসার পেতেছেন এই অভিনেত্রী।

About Ibrahim Hassan

Check Also

অপু-বুবলীর বিষয় নিয়ে এবার বিপাকে শাকিব খান, জানা গেল কারণ

শুটিং করার সময় হঠাৎ করে পায়ে আঘাত পান বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তিনি পায়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *