Monday , September 25 2023
Breaking News
Home / Sports / ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেও ব্রোঞ্জের ট্রফি নিয়ে দেশে ফিরতে হচ্ছে আর্জেন্টিনাকে,প্রকাশ্যে আসল কারন

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেও ব্রোঞ্জের ট্রফি নিয়ে দেশে ফিরতে হচ্ছে আর্জেন্টিনাকে,প্রকাশ্যে আসল কারন

৩৬ বছর এর অপেক্ষার অবসান ঘটেছে মরুর দেশ কাতারে। ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আর এ নিয়ে উচ্ছাসের শেষ নেই মেসি বাহিনীর মধ্যে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বকাপ জেতানোয় মেসি নাম লিখিয়েছেন সর্বকালের সেরাদের তালিকায়।

তবে বিশ্বকাপ জিতেও আসল ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেনি আর্জেন্টিনা।

ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপ জেতার পরেও ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না কোনও দলই।

জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেওয়া হয়। সেটিই থাকে তাদের কাছে। আসল ট্রফি চলে যায় সুইজারল্যান্ডের জুরিখে।

সেখানে ফিফার বিশ্ব ফুটবল মিউজিয়ামে রাখা হয় ট্রফিটি। বিশ্বকাপের সময় এলে সংশ্লিষ্ট দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। বিশ্বকাপ শেষে আবার নিজের জায়গায় ফেরত যায় বিশ্বকাপ ট্রফি।

তবে আগে ফিফার নিয়ম ছিল কোনো দেশ তিনবার বিশ্বকাপ জিতলে তাদের আসল ট্রফিটি দিয়ে দেওয়া হবে।

১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল। আসল জুলেস রিমে ট্রফিটি পেলেডকে দেওয়া হয়েছিল। পরে ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর ট্রফিটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি।

ট্রফির সোনা গলিয়ে বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ চুরির কয়েকদিন পর ট্রফির নিচের অংশে, যা সোনা নয়, পাওয়া গেছে। সেই অংশটিও এখন সুইজারল্যান্ডের ফুটবল জাদুঘরে রাখা আছে।

এই ঘটনার পর বিশ্বকাপে এলো নতুন ট্রফি। বর্তমান ট্রফিটি প্রথম দেওয়া হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু ১৯৮৩ সালে ট্রফি হারিয়ে যাওয়ার পর থেকে কোনো দেশকে আসল ট্রফিটি ঘরে তুলতে দেওয়া হয়নি। তাই ৩৬ বছর পর ট্রফি জেতার পরও ব্রোঞ্জের তৈরি ট্রফির মূর্তি বহন করছেন মেসি।

প্রসঙ্গত, ক্যারিয়ারে সব কিছুই পেয়েছিলেন মেসি। একজন কিংবদন্তি হতে তার শুধু দরকার ছিল ফিফা বিশ্বকাপটি। আর সেই বিশ্বকাপও এবার ছুঁয়ে দেখলেন তিনি। সর্বকালের সেরা হতে আর কোনো বাধাই নেই তার সামনে।

About Rasel Khalifa

Check Also

এশিয়া কাপ আয়োজন করতে রাজি নয় বাংলাদেশ, কারন জানালেন পাপন

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক ইতিবাচক নয়, যার কারণে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন নিয়ে একটি বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *