Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / সংসার জোড়া লাগার এক মাস না যেতেই, এবার রাজ-পরীর নতুন তথ্য ফাঁস করলেন শাওন

সংসার জোড়া লাগার এক মাস না যেতেই, এবার রাজ-পরীর নতুন তথ্য ফাঁস করলেন শাওন

ঢাকাই সিনেমা জগতের অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি শরীফুল রাজ আর পরীমনি। দাম্পত্য জীবন নিয়ে প্রায় আসেন সংবাদ মাধ্যমের শিরোনামে। গত কয়েকদিন আগেও স্বামী রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনে সংসার ভাঙার ইঙ্গিতও দেন পরীমনি। শুধু তাই নয়, রাজের বাড়ি থেকে বেরিয়েও আসেন তিনি।

কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। একমাত্র ছেলে রাজ্যের ছয় মাস পূর্ণ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। সেদিন সোনার বাটি আর চামচে করে প্রথম ভাত খাবে রাজ্য। এমনটাই ফেসবুকে জানালেন পরীমনি।

এদিকে শরিফুল রাজ ও পরীমনি দম্পতি সম্পর্কে চমকপ্রদ তথ্য দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। পরীমনির ক্রিমের সব পাত্র নাকি খালি করে দেন তার স্বামী শরিফুল রাজ।

সম্প্রতি এক অনুষ্ঠানে শন বলেন, রাজ আমাকে বলছিলেন যে তিনি হারবাল চর্চা করেন। আর পরী বলছিল, রাজ তার সব ক্রিমের পাত্র নাকি খালি করে দেয়।

শাওন আরও বলেন, শ্যাম্পু ও ক্রিম শেষ হলে প্রথমে পরীর থেকে রাজকে আগেধরে ফেলতে পারবেন। কারণ সে সব খালি করে দেয়।

উল্লেখ্য, এক সঙ্গে অভিনয়ের সূত্র ধরে পরিচয় অতঃপর প্রেমের সম্পর্ক গড়ে রাজ-পরীর। এরপর ২০২১ সালেরনা (১৭ অক্টোবর) অনেকটা লুকিয়েই বিয়ের পিঁড়িতে বসেন তারা। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ ভালোই আসেন এই অভিনেত্রী।

About Rasel Khalifa

Check Also

মা হওয়ার ২দিন পরই নতুন স্ট্যাটাস মাহিয়া মাহির, সাড়া ফেলল অনলাইনে

বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেত্রী শারমিন আকতার নিপা ওরফে মাহিয়া মাহি। শুধু অভিনয় দিয়েই নয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *