গেলো বছর থেকে শুরু হয় সরকারি নতুন এক ট্রেন্ড। আর তা হলো জোর করে বা বাধ্যতামূলক ভাবে অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তাদের। আর এ ক্ষেত্রে বড় বড় সব পুলিশ কর্মকর্তাদেরই সরকার জোর করে পাঠায় অবসরে। এ দিকে গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা। আর এ নিয়ে দুই মাসের ব্যবধানে আবারো অবসরে পাঠানো হলো এক পুলিশ সুপারকে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডির বিসিএস (পুলিশ) ক্যাডার সদস্য বিশেষ পুলিশ সুপার ড. মোঃ নাজমুল করিম খান জনস্বার্থে সরকারি চাকরির ৪৫ ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। আইন, ২০১৮ (২০১৮ সালের আইন নং ৫৭)। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত বছরের শেষ দিকে সিআইডির আরেক পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকেও সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। ২০ ডিসেম্বর তাকে অবসরের প্রজ্ঞাপন জারি করা হয়।
আরেক পুলিশ সুপারকে গত বছরের ১৬ নভেম্বর বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। আলী হোসেন ফকির। ৩য় এপিবিএন, খুলনার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত হন।
প্রসঙ্গত, এ দিকে একই বছর আবারো ঘটে এই ধরণের ঘটনা। ওই বছরের অক্টোবরের ১৮ তারিখে এক সাথে তিন পুলিশ সুপারকে সরকার পাঠায় বাধ্যতামূলক অবসরে। এ সময়ে এ নিয়ে শুরু হয় নানা ধরনের গুঞ্জন আলোচনা আর সমালোচনা। আর তারা হলেন সিআইডির পুলিশ সুপার মির্জা আবদুল্লাহ বাকী, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া ও মোঃ শহীদুল্লাহ চৌধুরী।